বাংলা বিভাগ অ্যালামনাই রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা বিভাগের ইতিহাস রচনার পরিকল্পনা গ্রহণ

Download 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অ্যালামনাই ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ইতিহাস’ রচনার পরিকল্পনা হাতে নিয়েছে।

পরিকল্পিত বিষয়- শিরোনাম নিম্নরূপ:

ক) বাংলা বিভাগের জন্ম-কথা
খ) বাংলা বিভাগের কারিকুলামের ধারাক্রমের বিবরণ ও পর্যালোচনার সংকেত
গ) বাংলা বিভাগ ও ষাটের দশক
ঘ) বাংলা বিভাগ ও মুক্তিযুদ্ধ
ঙ) মুক্তিযুদ্ধ – পূর্ব ও পরবর্তী সময়ে বাংলা বিভাগের বুদ্ধিবৃত্তিক ভূমিকা
চ) সত্তর বছরের মুখে বাংলা বিভাগের সম্ভাব্য পরিকল্পনা
ছ) বাংলা গবেষণা সংসদ
জ) সাহিত্যিকী’র সূচি-ইতিহাস ও পর্যালোচনা
ঝ) শিক্ষাতিরিক্ত কার্যক্রমে বাংলা বিভাগ
ঞ) প্রতিষ্ঠাতা সভাপতি ড. মুহম্মদ শহীদুল্লাহ
ট) ড. এনামুল হক ও বাংলা বিভাগ
ঠ) ড. মযহারুল ইসলাম ও বাংলা বিভাগ

# লেখা অবশ্যই তথ্যসমৃদ্ধ ও বুদ্ধিবৃত্তিক চেতনাসম্পন্ন হতে হবে।
# উপর্যুক্ত ‘ক থেকে ঠ” অংশে একই বিষয়ে দুটোর বেশি লেখা মুদ্রিত হবে না।
# লেখার গুণ-মান নির্ধারণে সম্পাদনা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত।
# প্রয়োজনে ০১৭১৫৩১৯৩৬২ নম্বরে কথা বলে লেখার বিষয় নির্বাচন করতে পারবেন।
# বাংলা বিভাগ অ্যালামনাই এর সদস্য ও বাংলা বিভাগের শিক্ষক- শিক্ষার্থী ছাড়াও অন্য যে কেউ উপর্যুক্ত নম্বরে যোগাযোগ করে বিষয় নির্বাচন করে লেখা জমা দিতে পারবেন।
# উপর্যুক্ত (ক থেকে ঠ) বিষয়ের বাইরে কোন লেখা গ্রহন করা হবে না।

# লেখা প্রদানের সময়সীমা: ৩১ ডিসেম্বর ২০২৩
# লেখার পরিসর: সর্বোচ্চ ৪০০০ শব্দ
# ফুলস্কেপ সাইজের কাগজে সুতন্বী এমজে ফন্টে কম্পোজ করে শহীদ ইকবাল, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবর হার্ডকপি বা shiqbal70@gmail.com এ ঠিকানায় সফটকপি পাঠাতে হবে।