• info@bangladeptalumniru.org
  • +8801715319362

কার্যনির্বাহী কমিটির ৬ষ্ঠ সভার কার্যবিবরণী

গত ২৪ মে ২০২৪ শুক্রবার কার্যনির্বাহী কমিটির ৬ষ্ঠ সভা ১৫০ শহীদুল্লাহ কলা ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলা বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি জনাব জামিল রায়হান। সভার শুরুতেই বাংলা অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক গত ২মার্চ ২০২৪র সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করে শোনান। এর এক পর্যায়ে সাধারণ সভায় গৃহীত গঠনতন্ত্র সংশোধনী সিদ্ধান্ত নিয়ে একজন সদস্য প্রশ্ন তুললে তা নিয়ে আলোচনা হয়। এবং এক পর্যায়ে বাংলা বিভাগ অ্যালামনাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী সদস্য কবি আপেল আবদুল্লাহ এ-বিষয়ক বিস্তারিত ব্যাখ্যা ও সাংগঠনিক স্বার্থসমূহ সকলের সম্মুখে দীর্ঘসময় নিয়ে উপস্থাপন করলে সকল সদস্যের সম্মতিতে সাধারণ সভার কার্যবিবরণীটি গৃহীত হয়। এরপর নির্ধারিত এজেন্ডায় আলোচনা শুরু হলে আগামী দ্বিবার্ষিক সম্মিলনের তারিখ ২৬ ও ২৭ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতি ও শুক্রবার নির্ধারিত হয়। দু-একজন পেশাগত কারণে এ তারিখ নিয়ে আপত্তি তুললেও প্রায় সকলেই তা গ্রহণ করেন। দ্বিবার্ষিক সম্মেলন সফল এবং আড়ম্বরপূর্ণ করার লক্ষ্যে ফান্ড সংগ্রহ, স্মরণিকা প্রকাশনা, গঠনতন্ত্রের হালনাগাদ করে চূড়ান্ত কপি ছাপানো ও সদস্যদের কাছে বিতরণ, সদস্য পরিচিতি গ্রন্থটি নবায়ণ ও প্রকাশ, অ্যালামনাইয়ের অব্যয়যোগ্য স্থায়ী আমানত লাভজনক বিবেচনায় এবি ব্যাংক থেকে ব্যাংকিং চ্যানেলে অন্য ব্যাংকে স্থানান্তর ও স্থায়ী আমানতকরণ, দ্বিবার্ষিক সম্মিলন উৎসবের পোশাক ও চাঁদা নির্ধারণ, অতিথি নির্ধারণসহ সম্মিলন উৎসব সংক্রান্ত বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।

বিস্তারিত