১. সংগঠনের নাম:
বাংলা বিভাগ অ্যালামনাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ইংরেজি নাম: Bangla Department Alumni, Rajshahi University.
২. প্রতীক ও পরিচয়
(ক) মনোগ্রাম: সংগঠনের মনোগ্রাম হবে বৃত্তাকার। দুটি বৃত্তের মধ্যে ছোট বৃত্তের মাঝখানে জলছাপে বাংলা বর্ণ 'ব' অঙ্কিত থাকবে। ব-বর্ণটিতে ব্যবহৃত কাঠামোটির অভ্যন্তরভাগ বাংলা আধুনিক প্রাচীন বর্ণমালা দ্বারা পূরণ করা হবে। ছোট বৃত্তের বাইরে অপেক্ষাকৃত বড় বৃত্তের ভেতর সংগঠনের নাম থাকবে। বৃত্তের ওপরের অংশে 'বাংলা বিভাগ অ্যালামনাই' এবং বৃত্তের নিচের অংশে রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখা থাকবে। বৃত্তের বাম ও ডান দিকে প্রাচীন বাংলা হস্তলিপির যতি চিহ্ন থাকবে। এছাড়া রঙের ব্যবহার হবে ভেতরের বৃত্তের লাইন ও ভেতরের বৃত্তের জমিনে সবুজ রঙ, বাংলা বিভাগ অ্যালামনাই ও রাজশাহী বিশ্ববিদ্যালয় লাল রঙ এবং যতি চিহ্ন হবে কালো রঙে।
খ) গঠনতন্ত্র: সংগঠনের কার্যক্রম পরিচালন এবং শৃঙ্খলা রক্ষায় একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র থাকবে, যা বাংলা ভাষায় লিখিত হবে।
৩. ঠিকানা
ক) প্রধান অফিস
কক্ষ নং ৪০৯, ড. আসাদুজ্জামান স্মৃতি পাঠাগার, শহীদুল্লাহ্ কলাভবন, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডাকঘর: রাজশাহী বিশ্ববিদ্যালয়, থানা: মতিহার,
জেলা: রাজশাহী, পোস্টকোড-৬২০৫
খ) ঢাকা অফিস
সাংগঠনিক কাজের সুবিধার্থে বাংলা বিভাগের বাইরে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে ঢাকায় একটি অফিস থাকবে এবং উল্লিখিত অফিস কার্যক্রম পরিচালনায় প্রধান কার্যালয়ের সমান একই ধরনের সুযোগ সুবিধা, ক্ষমতা ও অধিকার প্রাপ্ত হবে, যা একই কার্যনির্বাহী পরিষদ দ্বারা পরিচালিত হবে।
অত্যন্ত পরিশ্রমে করা একটি গঠনতন্ত্র নিয়ে ২০১৬ সালে বাংলা বিভাগ অ্যালামনাই যাত্রা শুরু করে। তখন এ গঠনতন্ত্রটি নবীন হলেও সকল সদস্যদের সার্বিক সমর্থন ও প্রশংসা এটি আদায় করে নিতে সক্ষম হয়।
অ্যালামনাই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ সংগঠন। সংগঠনের গঠনতন্ত্র গণতন্ত্র মেনে চলতি পথে প্রয়োজনের আলোকে পরিবর্ধন-পরিমার্জন- সংশোধন সম্পন্ন হয়। আমরা এ পর্যায়ে বেশ অস্বস্তিতে পড়ি যখন করোনা অতিমারীর সময় এলো। কারণ, সেই দুবছর সংগঠনের পক্ষে প্রায় কোনো কাজই করা সম্ভব হয়নি। ফলে, এক ধরনের সাংগঠনিক জটিলতা তৈরি হয়। পরে অতিমারী কেটে গেলে গঠনতন্ত্রের কিছু ধারায় পরিমার্জন এনে আমরা এটি বার্ষিক সম্মেলনে উপস্থাপিত করি। এরপর ২০২২ সালের ডিসেম্বরে সম্মেলন করা সম্ভব হয়। গত ২০২৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতভাবে আরও কিছু অনুচ্ছেদ পরিমার্জন ও সংশোধনের প্রয়োজন হয়। সংগঠনের গত আট বছরের অধিককাল সময়ে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত এই গঠনতন্ত্র আমরা একটি সাফল্যজনক পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হই।
প্রসঙ্গত, দত, একটি কথা সকলের জানা সমীচীন যে, অ্যালামনাই এখন সকল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের একাডেমিক কার্যক্রমের অংশ। পাশ্চাত্য দেশগুলোতে অ্যালামনাই প্রত্যেকটি বিদ্যায়তনিক সংগঠনের কার্যকরী শক্তি। আমাদের এদেশে এমন প্রতিষ্ঠানের যাত্রা এখনও নবীন পর্যায়ে আছে, আশা করি আগামীতে অ্যালামনাই অবশ্যই আমাদেরও অনিবার্য অঙ্গীকার হয়ে উঠবে এবং সকল ক্ষেত্রে তা পূর্ণাঙ্গ পরিপুষ্টি যোগাবে।
Published On: 2024-12-17 23:31:47