বাংলা বিভাগ অ্যালামনাই, রাবির দশম কার্যনির্বাহী পরিষদের সভা ২০ জানুয়ারি ২০২৫ সোমবার সন্ধ্যা ৭-৩০ টায় অন-লাইন (গুগলমিটে) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলা বিভাগ অ্যালামনাই, রাজশাহীবির সভাপতি জামিল রায়হান। সভায় ২৬জন সদস্যের সক্রিয় উপস্থিতিতে আলোচনা হয়। সভার শুরুতেই অ্যালামনাই সাধারণ সম্পাদক শহীদ ইকবাল বাংলা বিভাগ অ্যালামনাইয়ের জীবন সদস্য ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদারের প্রতি শোক জ্ঞাপন করে একমিনিট নীরবতা পালন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এবং বাংলা বিভাগ অ্যালামনাইয়ের লিখিত বর্তমান শোকবার্তাটি তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর গত ৩ জানুয়ারি ২০২৫ তারিখের সাধারণ সভার সিদ্ধান্ত উল্লেখ করে বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বৃদ্ধির কথা বলেন। ফলত, সে-সূত্রেই আমরা এই ২০২৩-২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ এ-বছর আবার মিলিত হয়ে সভা করতে পারছি। এরপর কল্যাণ-তহবিল গঠনের সিদ্ধান্তের বিষয়ে আলাপ শুরু হয়।