September 21, 2023

১৬ জুন শুক্রবার বিকেল ৩.০০ টায় ঢাকা বিভাগের অ্যালামনাসদের জন্য ফল উৎসব

আগামী ১৬ জুন শুক্রবার বিকেল ৩.০০ টায় ঢাকা বিভাগের অ্যালামনাসদের জন্য ‘ফল উৎসব’ আয়োজন করা হয়েছে। আপনি আমন্ত্রিত।

ফল উৎসবকে কেন্দ্র করে একটা বিকেল সবাই অনাবিল আড্ডায় মেতে উঠবে এটাই প্রত্যাশা।
স্থান : বাসা-১২৫/ই, ফ্লাট- ২/এ, রোড-১৯/এ (আইনমন্ত্রীর বাসার বিপরীতে), বনানী, ঢাকা
তারিখ: ১৬ জুন ২০২৩, শুক্রবার
সময়: বিকেল ৩.০০ টা থেকে ৬.০০ টা
বি.দ্র. ঢাকা বিভাগের অ্যালামনাসগণ ছাড়াও বাংলা বিভাগের সকল অ্যালামনাস ফল উৎসবে আমন্ত্রিত।
আমন্ত্রণে
_____________________
মোহাম্মদ মাহবুব আলম
সাধারণ সম্পাদক
বিভাগীয় কমিটি-ঢাকা
বাংলা বিভাগ অ্যালামনাই

You may have missed