বাংলা বিভাগ অ্যালামনাই ৩য় সম্মিলন ৫ ও ৬ মার্চ ২০২০ অনুষ্ঠিত হবে
বাংলা বিভাগ অ্যালামনাই ৩য় সম্মিলন, আগামী ৫ ও ৬ মার্চ ২০২০, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শহীদুল্লাহ কলাভবন চত্বরে অনুষ্ঠিত হবে।
চাঁদা
- অ্যালামনাই সদস্য : ২৫০০/-
- বর্তমান শিক্ষার্থী : ১৫০০/-
- অতিথি : ১৫০০/-
- নতুন জীবনসদস্য হওয়ার চাঁদা : ৪০০০
- পূর্বের সাধারণ সদস্যদের ১৫০০ টাকা জমা দিয়ে জীবনসদস্য হওয়ার জন্য তাদের কাছে চিঠি দেয়া হবে।
- সাধারণ সদস্য থেকে জীবনসদস্য হওয়ার শেষ সময় ১৫ জানুয়ারি ২০২০।
- স্মরণিকায় লেখা পাঠানোর শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২০।
শহীদ ইকবাল
(আহ্বায়ক, তৃতীয় সম্মিলন উদযাপন কমিটি)