সকালে প্রাক্তন ও বর্তমান ছাত্ররা লাল পাঞ্জাবি এবং ছাত্রীরা বাসন্তী রঙের শাড়ি পরে ক্যাম্পাসে হাজির হলে মতিহার চত্বরে এক রঙের বন্যা বয়ে যায়। সকাল ৮:০০ টায় নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ অ্যালামনাই সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আব্দুল খালেক। বাংলা বিভাগের চেয়ারম্যান ড. অমৃতলাল বালা, সম্মিলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহবায়কগণ যথাক্রমে আপেল আবদুল্লাহ, ড. পি. এম. সফিকুল ইসলাম, জামিল রায়হান, ড. সুজিত সরকার, ড. অনীক মাহমুদসহ বিভাগের অন্যান্য ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয় পতাকা ও অ্যালামনাই সম্মিলন পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র্যালির কার্যক্রম শুরু হয়। র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ড. জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন করে র্যালির কার্যক্রম শেষ হয়।