নিবন্ধন ও আলোকসজ্জা কার্যক্রমের উদ্বোধন

দিনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী (০৭ এপ্রিল) বিকেল ৫:০০টা থেকে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বাংলা বিভাগের বিভিনড়ব কক্ষ হতে নিবন্ধনের কার্যক্রম সম্পনড়ব করে সম্মিলন সামগ্রী সংগ্রহ করেন। সম্মিলন সামগ্রীর মধ্যে ছিল সম্মিলনের মনোগ্রাম খচিত লাল-সবুজ রঙের পরিবেশবান্ধব পাটের ব্যাগ, তিন দিনের অনুষ্ঠানের ছাপানো কর্মসূচি, চার রঙা মনোগ্রাম সম্মিলিত খামে আমন্ত্রণপত্র, ছাত্রদের জন্য লাল-সবুজ রঙের পাঞ্জাবি এবং মহিলা সদস্যদের জন্য বাসন্তী রঙের শাড়ি। এছাড়া আর্ট পেপারে প্রকাশিত বাংলা বিভাগের সার্বিক তথ্য সম্বলিত ৪০৪ পৃষ্ঠার বিশাল ও সুদৃশ্য চাররঙের স্মরণিকা মতিহার বাংলা। বিকেল থেকেই ক্যাম্পাসে উৎসবের এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। বহুদিন পর বন্ধুদের পরষ্পরের দেখা, কোলাকুলি, ব্যতিক্রমী নিবন্ধন সামগ্রী এ আনন্দে অনন্যমাত্রা সংযোজন করে। এই আনন্দঘন পরিবেশের মধ্যে সন্ধ্যায় নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কলা অনুষদের ডিন ড. অনীক মাহমুদ আলোকসজ্জ্বা কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের সাথে সাথে জামিল রায়হান ও তারিক-উল ইসলাম লিখিত অ্যালামনাই থিম সংগীত বাজতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *