• info@bangladeptalumniru.org
  • 01715319362

৪র্থ কার্যনির্বাহী পরিষদের ১২তম সভা

সম্মাননীয়,

আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানবেন। আপনাদের জানানো যাচ্ছে যে, বাংলা বিভাগ অ্যালামনাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ কার্যনির্বাহী কমিটির ১২তম সভা আগামী ১১ আগস্ট ২০২৫ খ্রি. সোমবার বিকেল ৫.০০টায় লিটেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, সেক্টর-১৫, উত্তরা (বাসা-০২, রোড-০২, ব্লক-সি, সেক্টর-১৫, মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশনের ৪০ নম্বর পিলারের পশ্চিমে) ঢাকায় অনুষ্ঠিত হবে।

সভার কার্যসূচি:

১. পূর্ববর্তী সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ।

২. ৫ম কার্যনির্বাহী পরিষদের জন্য নির্বাচন কমিশন গঠন।

৩. বাংলা বিভাগ অ্যালামনাইয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ম সম্মিলন ও সাধারণ সভা আয়োজনের সম্ভব্য তারিখ নির্ধারণ ও প্রস্তুতি বিষয়ে আলোচনা।

৪. 'বাংলা বিভাগ অ্যালামনাই কল্যাণ তহবিল' শীর্ষক স্বতন্ত্র তহবিল গঠন ও পরিচালনা নীতিমালা প্রণয়ন বিষয়ে আলোচনা।

৫. বাংলা বিভাগ অ্যালামনাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আধুনিকায়নের অগ্রগতি বিষয়ে আলোচনা।

৬. বিবিধ উক্ত সভায় কার্যনির্বাহী সকল সদস্যের উপস্থিতি একান্ত কাম্য।

বিস্তারিত

আ.স.ম শিবলী শিহাব

সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক

বাংলা বিভাগ অ্যালামনাই

রাজশাহী বিশ্ববিদ্যালয়