সারা দেশের এক কোটির বেশি ছোটবড় শিল্পোদ্যোক্তার পাশে যেন কেউ নেই। নিজেরাই সংগ্রাম করে টিকে থাকার চেষ্টা করছেন। একদিকে অর্থনৈতিক নানা সংকট অন্যদিকে রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংকঋণ ও সরকারি বিভিন্ন দপ্তরের নানা জটিলতা, নতুন চাঁদাবাজদের দৌরাত্ম্যে অনেকে ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হচ্ছেন। এর সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে দেশের শিল্প খাত ধসে পড়ার উপক্রম হয়েছে।
মূল্যস্ফীতির চাপে কারখানা বন্ধ করতে হচ্ছে, বিদেশি ষড়যন্ত্রের কারণে অযাচিত শ্রমিক অসন্তোষের ঘটনায় অনেকে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। নতুন চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে পুলিশি সহায়তা চাইলেও পাওয়া যাচ্ছে না বলে অনেক উদ্যোক্তা অভিযোগ করছেন। দেশের অর্থনীতি সচল রাখতে যারা কাজ করছে, সেসব বড় কোম্পানি ব্যবসা সম্প্রসারণের চেয়ে অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি একেবারেই থমকে গেছে।