সম্মানিত অ্যালামনাসবৃন্দ,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার বাংলা বিভাগ অ্যালামনাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বি-বার্ষিক সাধারণ সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি চত্বর) অনুষ্ঠিত হবে।
দ্বি-বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের জন্য সদস্যদের নিবন্ধন ফি জনপ্রতি- ২০০/- নির্ধারণ করা হয়েছে (সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকেলের নাস্তা)।
চাঁদা পাঠানোর ও যোগাযোগের নম্বর :
একাউন্ট নাম: বাংলা বিভাগ অ্যালামনাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়
একাউন্ট নম্বর : ২০০০০৭৬৬০০৫১
অগ্রণী ব্যাংক লিমিটেড, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা
(টাকা জমা দিয়ে অবশ্যই জমা স্লিপ পাঠিয়ে নিবন্ধন নিশ্চিত করতে হবে)
অথবা নগদ/ বিকাশ নম্বর:
মো. ইকবাল হোসেন- ০১৭২৭-২২৪৪৭৭ (নগদ ব্যক্তিগত)
মোহাম্মদ মাহবুব আলম- ০১৭৬৫-৭৭৩৩১১ (বিকাশ ব্যক্তিগত)
একাউন্ট, নগদ অথবা বিকাশে (২০০+৫=২০৫) টাকা পাঠিয়ে উপরে উল্লিখিত নম্বরে নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
নিবন্ধন ফি পাঠানোর শেষ তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
দ্বি-বার্ষিক সাধারণ সভাকে সর্বাঙ্গীন সুন্দর ও সফল করার জন্য আপনার উপস্থিতি একান্ত কাম্য।